গণিতের উপর স্পটলাইট সিরিজের এই বইটা অসাধারণ

follow-upnews
0 0
বি.সি.এস. ম্যাথ
বি.সি.এস. ম্যাথ

বইটি লেখা হয়েছে গণিতে যারা দুর্বল তাদেরকে সহজে অংক শেখানোর জন্য, আর যারা সবল তাদের চর্চার জন্য। বিগত বছরের প্রশ্ন ধরে চমৎকারভাবে অংকগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হয়েছে। কোন নিয়মটি প্রয়োগ করলে অংক কম সময়ে করা যাবে তা কার্যকরীভাবে বইটিতে আলচিত হয়েছে। রয়েছে অধ্যায়ভিত্তিক আলোচনা, যেখানে নির্দিষ্ট নিয়মের অংক করার সাধারণ কিছু নিয়ম এবং কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। প্রচুর উদাহরণ দেওয়া হয়েছে। বইয়ের শেষে পঞ্চাশটি মডেল টেস্ট রয়েছে যা থেকে পরিক্ষাত্রিরা নিজেদের যাচাই করে নেওয়ার সুযোগ পাবে। বইটি পাওয়া যাচ্ছে নীলক্ষেত এবং বাংলাবাজারসহ দেশের সকল অভিজাত লাইব্রেরীতে।

Next Post

কুইটো শহরে ৯০ ডিগ্রি তাপমাত্রায় পানি ফোটে

• দেশটির মধ্য দিয়ে ইকুয়েটর (equetor) লাইন অতিক্রম করায় দেশটির নাম হয়েছে ইকুয়েডর। • ইকুয়েডর-এর লোকসংখ্যা দেড় কোটির মত। • ইকুয়েডর-এর রাজধানী কুইটো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত। • বেশিরভাগ লোক স্প্যানিশ ভাষায় কথা বলে। • ইকুয়েডর-এর জাতীয় ফুল গোলাপ। • মুদ্রা হিসেবে আমেরিকান ডলার ব্যবহৃত হয়। • দুই লক্ষ বায়াত্তর […]