প্রেস রিলিজ: অনুষ্ঠিত হতে যাচ্ছে মহিদুল ও মিল্টন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

follow-upnews
0 0

“আসুন আমরা মাদককে না বলি, ইভটিজিং না করি, সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ তুলি, পরিচ্ছন্ন সমাজ গড়ি”

স্লোগান সামনে রেখে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটি, বাধাল ১ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ শর্টহ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট।

অকাল প্রয়াত মোঃ মহিদুল ইসলাম সরদার ও মিল্টন কুমার দাস স্মরণে এ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে বাধাল ইউনিয়নের ক্রিড়ামোদী এবং সুসভ্য সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ যুব সমাজ।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,

জনাব প্রণয় চাকমা, সহকারি কমিশনার, মোংলা কাস্টমস হাউজ, খুলনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,

জনাব নকিব ফয়সাল অহিদ, চেয়ারম্যান, বাধাল ইউনিয়ন পরিষদ, কচুয়া, বাগেরহাট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,

জনাব রিপন চন্দ্র দাস, চেয়ারম্যান বনগ্রাম ইউনিয়ন পরিষদ, মোরেলগঞ্জ, বাগেরহাট।

খেলায় সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছে আয়োজক কমিটি। 


কমলেশ দাস


বিজ্ঞাপন

ই অর্গানিক এগ্রো লি.

Next Post

নোবেল পুরস্কার সম্পর্কিত বিস্ময়কর কিছু তথ্য

২৭ নভেম্বর ১৮৯৫, আলফ্রেড নোবেল তার সমস্ত সম্পত্তি এই বলে উইল করে দেন যে, তার গচ্ছিত অস্থাবর এবং স্থাবর সম্পদ থেকে যে আয় হবে তা থেকে যেন পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তিতে একটি পুরস্কার দেওয়া হয়। ২০০১ সাল থেকে এ পুরস্কারটিই নোবেল পুরস্কার নামে খ্যাত। ১৯৬৮ সালে অর্থনীতিতেও পুরস্কারটি […]
Alfred Nobel

এগুলো পড়তে পারেন