Headlines

কিরগিজস্তানের বিপক্ষে ১০-০ গোলে বাংলাদেশের জয়

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে কিরগিজস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। কিরগিজদের বিপক্ষে স্বাগতিকরা জিতেছে ১০-০ গোলে। হ্যাটট্রিক করেছেন অধিনায়ক কৃষ্ণা রানী। শনিবার গ্রুপ লিডার চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

নারী ফুটবলে ঘরের মাঠে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। কিরগিজস্তানকে হারিয়েছে ১০-০ গোলে। এএফসি অনূর্ধ্ব ১৬ নারী ফুটবলের সি গ্রুপে টানা তৃতীয় জয় পেল স্বাগতিকরা।

শুরু থেকেই কোন পাত্তা পায়নি কিরগিজস্তান। ম্যাচে ১০ গোল অথচ প্রথম গোল পেতে অপেক্ষায় থাকতে হয়েছে ২০ মিনিট। প্রায় হাফ ডজন গোল মিসের পর বাংলাদেশকে লিড এনে দেন আনুচিং মগিনি।

মিনিট দশেক পর ব্যবধান দিগুন হয় মার্জিয়ার গোলে।

বিরতির আগেই ম্যাচ ভাগ্য নিশ্চিত হয়ে যায়। আরও দুই গোল করেন অধিনায়ন কৃষ্ণা রানী এবং নাম্বার টেন আনুচিং মগিনি।

এবারের আসরে প্রথম দু ম্যাচে আট গোলের সাতটি আসে দ্বিতীয়ার্ধে। সেই ধারাবাহিকতায় ধরে রাখতেই কিনা আরও বেশি গোল পেতে মরিয়া ছিলেন কৃষ্ণা- মারিয়ারা। ৪৭ মিনিটে কৃষ্ণা রানী আর ৬৭ মিনিটে শামসুন্নাহার স্কোর লাইন বানিয়ে দেন ৬-০।

প্রথম ২০ মিনিটের গোলের জন্য হাহাকার যেন শেষ ২০ মিনিটে পুষিয়ে দিলেন গোলাম রব্বানির শিষ্যরা। একে একে স্কোর শিটে নাম লেখান নার্গিস, মারিয়া, শামসুন্নাহার ও কৃষ্ণা রানী।

গোল করার প্রতিযোগিতায় এগিয়ে থাকলেন অধিনায়ক নিজেই। হ্যাটট্রিক পুরন করেন কৃষ্ণা রানী।

প্রথম দুই ম্যাচে চেনা লাল-সবুজ জার্সিতে এসেছিলো জয়। কিরগিজস্তানের বিপক্ষে নীল ছাই রংয়ের জার্সিতে অচেনা লাগছিলো সানজিদা-মার্জিয়াদের। তবে জার্সি বদলালেও বদলায়নি ফলাফল। বড় জয়ে চীনের মুল পর্বের টিকিট পাওয়ার পথে আরেক এগিয়ে গেল বাংলাদেশ।

উল্লেখ্য, বিশ্বকাপ প্রাক বাছাইপর্বের একটি ম্যাচে বাংলাদেশের জাতীয় দল (পুরুষ) কিরগিজস্তানের কাছে গত বছর ২-০ গোলে হেরেছিল।

সূত্র: ইনডেপেনডেন্ট টিভি