Headlines

মাশরাফির সংবাদ সম্মেলনে কাঁদলেন কলকাতার সাংবাদিকও

1

বিরল সংবাদ সম্মেলন। যেখানে আবেগে আক্রান্ত হলেন সবাই। ক্রিকেটে এমন সংবাদ সম্মেলন কি আর হয়েছে, যেখানে একই সাথে ক্রিকেটার ও সংবাদকর্মীরা পেশাদারিত্ব ভুলে আবেগে আক্রান্ত হয়েছেন? নিশ্চিতভাবেই বলে দেয়া যায় আর কখনোই আন্তর্জাতিক পর্যায়ে এমন ঘটনা ঘটেনি।

তাসকিনের বোলিং নিষিদ্ধের প্রতিক্রিয়ায় রোববার (২০ মার্চ) বেঙ্গালুরুতে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পেশাদারিত্ব ভুলে গিয়ে কেঁদে উঠতে দেখা গেল মাশরাফিকে । সেই সাথে কোড অব কন্ডাক্টের তোয়াক্কা না করে অকপটেই বলে গেলেন অনেক কথা। ‘তাসকিনের বোলিংয়ে কোন ত্রুটি নেই, তাঁর প্রতি অবিচার করা হয়েছে’। বারবার বললেন তা।

মাশরাফির আবেগীয় কথায় পেশাদারিত্ব ভুলে গেলেন সংবাদকর্মীরাও। কেবল স্বদেশী নয় , আবেগ ছুঁয়ে গেল বিদেশী সংবাদকর্মীদেরও।  ভারতের প্রসিদ্ধ বাংলা দৈনিক বর্তমানের সিনিয়র সাংবাদিক রবীন্দ্র চৌধুরী জয়। কলকাতার মানুষ। মাশরাফির কান্না দেখে রীতিমতো হাউমাউ করেই কেঁদে উঠলেন এ বাঙালি। বারবার বলছিলেন, ‘এমন দৃশ্য আমি জীবনেও দেখিনি রে ভাই। দলের খেলোয়াড়দের জন্য এমন টান, এমন ভালোবাসা কোথাও দেখিনি। ক্রিকেট ইতিহাসে এ ঘটনা কোথাও হয়নি।’