Headlines

রাষ্ট্রের কোনো আদর্শ থাকতে পারে না

আদর্শ

ধর্ম ধর্ম করে গলা ফাটানো আলেম মামুনুলের মধ্য থেকে কী বের হলো? বের হলো লাম্পট্য আর জুচ্চোরি। ধর্মনিরেপেক্ষতা/মুক্তিযুদ্ধের আদর্শ বলে গলা ফাটানো ডা: মুরাদের মধ্য থেকে কী বের হলো? ঐ একই লাম্পট্য আর জুচ্চোরি। এজন্যই বাট্রান্ড রাসেল বলেছেন আদর্শহীন আইনের শাসন নির্ভর সমাজ ব্যবস্থার কথা। কারণ, যে কোনো আদর্শের ওপর দ্রুতই মন্দ লোক ভর করে। যেকোনো আদর্শ মন্দ লোকের দখলে চলে যায়। সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। এজন্য কোনো আদর্শ সময়োত্তীর্ণ করা ভালো না। মুক্তিযুদ্ধের আদর্শ মুক্তিযুদ্ধে বিজয় লাভের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে, হওয়ার কথা ছিল। ওটা এখন আর বারে বারে বলার প্রয়োজন নেই, দরকার ছিল করে দেখানোর। পুরোনো ধারাবাহিকতায় বিবর্তীতভাবে এখন নতুন কিছু দরকার। বদরের যুদ্ধও অনন্তকাল ধরে চালিয়ে যাবার সুযোগ নেই। ধর্ম আর আল্লাহ এক জিনিস না। আল্লাহ হচ্ছে এক ধরনের অশরীরি নির্ভরতা, আর ধর্ম হচ্ছে আদর্শ। কোনো আদর্শই কখনো সময় নিরপেক্ষ হয় না।