Headlines

নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে (বিহারাধ্যক্ষ) গলা কেটে হত্যা

2

শুক্রবার রাতে উপজেলার উপর চাকপাড়া বৌদ্ধ বিহারে এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নাইক্ষ্যংছড়িতে নিহত মং শৈ উ (৭০) চাকপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ছিলেন।

বাংলাদেশের বিভিন্ন স্থানে সম্প্রতি হিন্দু পুরোহিত এবং খ্রিস্টান যাজক হত্যাকাণ্ডের সঙ্গে ধরন মেলায় মনে হচ্ছে এটি তারই ধারাবাহিকতা।

এ ঘটনায় ভিক্ষুর আত্মীয়-স্বজন জড়িত বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বললেও পরে কথা পাল্টেছেন।

রাতে তিনি বলেন, “হয়তো মুখ ফসকে বেরিয়ে গেছে। এটা ‘মিন’ করে বলিনি।”

নাইক্ষ্যংছড়ি থানার উপ-পরিদর্শক কাজী আহসান বলেন, শুক্রবার রাতে বিহারের পাশে একটি মেডিটেশন কেন্দ্রে বসে ধ্যান করছিলেন মং শৈ উ। এ সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে।

সকালে খাবার দিতে গিয়ে জনা চাক নামের স্থানীয় এক ব্যক্তি মং শৈ উ’র লাশ দেখে থানায় খবর দেন।

লাশ এখনও ঘটনাস্থলে রয়েছে বলে এসআই  আহসান জানিয়েছেন।