Headlines

ব্রিজে ঝুলে আছে খাম্বা!

১

সরকারি ভবন নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের খবর খুব বেশি পুরনো হয়নি। এবার অবিশ্বাস্য দুর্বল ভীতের উপর দাঁড়িয়ে থাকা সরকারি ভবনগুলোকেও হার মানিয়ে আরও নাজুক নির্মাণ ত্রুটির স্থাপনার খোঁজ পাওয়া গেছে। পানি টেনে যাওয়ায় বেরিয়ে এসেছি ঝুলন্ত খাম্বা! এটি যাতায়াতের একটি ব্রিজ!

রাজধানী ঢাকার দোহারের দুলো খাঁন ব্রিজের ছবি দিয়ে সাইয়েদ আবিদু নামের এক ফেসবুক ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে ব্রিজের খাম্বার পাটাতনের নিচে কোন মাটি নেই। প্রায় শূন্যে দাঁড়িয়ে আছে ব্রিজটি। ঘটতে পারে যেকোনো দুর্ঘটনা।

আবিদু তাঁর পোস্টে লিখেছেন,

মাহামুদপুর,দোহার। দুলো খাঁনের ঝুলন্ত ব্রিজ- পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি।
যেখানে ব্রীজ খাম্বার উপর নয়, বরং খাম্বা ব্রিজকে নির্ভর করে দাড়িয়ে আছে।

১