নামজারির বিভিন্ন ধাপ

follow-upnews
0 0

ক্রয়সূত্রে/উত্তরাধিকার সূত্রে অথবা যেকোন সূত্রে জমির নতুন মালিক হলে নতুন মালিকের নাম সরকারি খতিয়ানভুক্ত করার প্রক্রিয়াকে নামজারী বলা হয়। কিন্তু নিজ নাম খতিয়ানভূক্ত করার পক্রিয়াটি পদ্ধতিগত। পদ্ধতি জানা না থাকলে আপনি জমির দখলকার বা মালিক হওয়া স্বত্বে সরকারি রেকর্ডে আপনার নাম নেই। ফলে সৃষ্টি ভূমি বিরোধ এবং মামলা-হামলা সহ নানান জটিলতা। তাই, যেভাবেই আপনার জমির নামজারি খতিয়ান করে নিন সর্বাগ্রে। নিম্মে নামজারির সহজ পদ্ধতি ছক আকারে দেওয়া হল।namjari

Next Post

সঠিক কাজটি সঠিক সময়ে করুণ, ’মানুষ কী ভাববে’ ভুলে যান

ঘটনা-১ আমার এক বন্ধুর কথা বলছি- এই বন্ধুটি মেট্রিকে স্টার মার্কস পেয়ে পাশ করেছিল। তারপরে যদিও আর খুব বেশি ভাল করতে পারেনি, তবে অনার্স-মাস্টার্স শেষ করেছে। ‘মানুষ কী ভাবল’ ম্যানিয়ায় তার প্রফেশনাল লাইফ তৈরি হয়নি। সে আগে থেকেই ডিক্লেয়ার দিয়ে রেখেছিল যে, সে ব্যাংকে চাকরি করবে। যেহেতু কমার্সে পড়েছে তাই […]

এগুলো পড়তে পারেন