Headlines

“উত্তম মানুষ হতে মহৎ মানুষদের অনুসরন করতে হয়‬”

[কৃষ্ণেন্দু দাস লেনি]

জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কারণ, সে মূর্খ।

আপনি একজন সত্যিকারের ভালো মানুষ হবেন যদি নিচের গুণগুলো চর্চ করেন।

১। আপনি যদি অপরকে উপযুক্ত মূল্যায়ন‬ করতে হিংসা না করেন।

২। আপনি যদি এমন কোন চুরি‬ না করেন যাতে কোন গরীব ক্ষতিগ্রস্থ হয়।

৩। আপনি যদি অপরের অভাব‬কষ্টগুলোকে‬ অনুভব করেন।

৪। আপনি যদি অপরকে নিজের চেয়ে অধিক বিলাসী‬ ও সৌখিন‬ ভাবেন। .

৫। আপনি যদি কৃতজ্ঞতা‬ স্বীকারে লজ্জা না পান।

৬। আপনি যদি অসুস্থ ব্যক্তিকে সেবা‬ করেন।

৭। আপনি যদি কারো সাথে মুখে‬ বন্ধুত্ব করেন কিন্তু গোপনে‬ তার বিরুদ্ধে ষড়যন্ত্র না করেন।
(অর্থাৎ মুখে মধু অন্তরে বিষ)

৮। আপনি যদি অপরকে ‪‎হেয়‬ না করেন।

৯। আপনি যদি সাধু ‪‎সাজার‬ চেষ্টা না করেন।

১০। আপনি যদি অন্যায়কারীকে‬ সমর্থন না করেন।

১১। আপনি যদি পরশ্রীকাতর‬হিংসাপরায়ণ‬ ও অহংকারী‬ না হন।

১২। আপনি_যদি_অন্যের_ধর্ম_হিংসা_না_করেন‬

তবেই আপনি সত্যিকারের ভালো মানুষ।

# লেখক: জুনিয়র ইনস্ট্রাক্টর, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট।