প্রতীতি সহযোগিতা সংঘ ঈদুল ফিতর উপলক্ষ্যে পথশিশুদের মাঝে পোশাক বিতরণ করেছে

follow-upnews
0 0
২
একজন পথশিশুর সাথে জামা মেপে দেখা হচ্ছে।

ঢাকাস্থ বনশ্রীর প্রতীতি সহযোগিতা সংঘ ঈদুল ফিতর উপলক্ষ্যে পথশিশুদের মাঝে পোশাক বিতরণ করেছে। মূলত আইডিয়াল এবং অন্যান্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন কিশোর-কিশোরী একত্রিত হয়ে ৩০ জুন ২০১৬ তারিখে পোশাক বিতরণ করে।  এর আগে তারা নববর্ষ উপলক্ষ্যে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছিল।

আয়োজক মূলত একদল কিশোর-কিশোরী। বিক্রম, নিলয়, ধ্রুব, অর্পা, বিজয়, অর্পণ, সামিন ছাড়াও রয়েছেন আরো অনেকে। পথশিশুদের মুখে অকৃত্রিম হাসি ফোটানোর লক্ষ্যেই তাদের পথচলা। সেদিন বিকাল থেকেই শিক্ষণ স্কুলের মাঠে পথশিশুদের হাসি আর আনন্দের কথাবার্তায় চারপাশ মুখরিত হয়ে যায়। ধীরে সুস্থে সর্বোচ্চ সম্ভব পোশাক বিতরণ করা হয়।

 

১
পথশিশুদের সাথে আয়োজকদের কয়েকজন।
২
আয়োজকবৃন্দ।

 

এ ধরনের আয়োজনে অাপনারা কেন উৎসাহিত হলেন? -এমন প্রশ্নের জবাবে আয়োজকদের একজন বিক্রম আদিত্য বলেন, “পথশিশুদের দেখে খুব কষ্ট হতো, মায়া হতো। ওরা দারিদ্র্যের কারণে আমাদের মতো সবকিছু উপভোগ করতে পারে না। একদিন ওদের সামান্য উপকার করে দেখি মনে অপূর্ব শান্তি লাগে। সেখান থেকেই ওদের জন্য কিছু করার উৎসাহ পাওয়া।”
# এ ধরনের আয়োজন কি আপনারা আবার করবেন?
বিক্রম আদিত্য: অবশ্যই। যখনই সুযোগ পাবো, তখনই করব। আমাদের সংঘের কাজই তো তাদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করা। কাজটা যে আমরা বারবার করব, তা বলার অপেক্ষা রাখে না।
Next Post

"উত্তম মানুষ হতে মহৎ মানুষদের অনুসরন করতে হয়‬"

[কৃষ্ণেন্দু দাস লেনি] জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কারণ, সে মূর্খ। আপনি একজন সত্যিকারের ভালো মানুষ হবেন যদি নিচের গুণগুলো চর্চ করেন। ১। আপনি যদি অপরকে উপযুক্ত মূল্যায়ন‬ করতে হিংসা না করেন। ২। আপনি যদি এমন কোন ‪চুরি‬ না করেন যাতে কোন গরীব […]

এগুলো পড়তে পারেন