ফেসবুক থেকে: “ভগবানের চেয়ে ভালো থেকো “

রতন সিদ্দিকী ঢাকা

রতন সিদ্দিকী ঢাকা

আজ একটা অভিজ্ঞতা সংগ্রহের জন্য বেরুলাম। মতিঝিলের শেষে আরামবাগের শুরুতে ফুটপাতের সেলুনে গেলাম। শ্রমজীবী মানুষগুলি চুল কাটাচ্ছে। ওদের সঙ্গে দাঁড়িয়ে বললাম সেভ করবো। ইটের ওপর ভাঙ্গা কাঠের চকিতে বসলাম। সেভ যে করলো ওর নাম কৃষ্ণ। সে বললো ফেসিয়াল করবেন। বললাম করো। শেষে বললো সেভ ১০/ টাকা ও ফেসিয়াল ২০/ টাকা। টাকা দিতে গিয়ে বেশি দিলাম। কৃষ্ণ খুশি। বললো পরপর সাত দিন ফেসিয়াল করলে শাকিবের মতো রঙ হবে। আবার আসবেন। বললাম কৃষ্ণ নতুন অভিজ্ঞতা হলো। আসবো শাকিব হতে নয়। প্রান্তজনের সুখ দুখের সাথি হতে। ভগবানের চেয়ে ভালো থেকো। বিদায়। তখন আষাঢ়ের ভরা চাঁদ আনন্দে হেসে উঠেছে ঢাকার আকাশে।


Ratan Siddique

#ফেসবুকের লেখা এডিট না করে, এমনকি কোনো বানানও সংশোধন না করে হুবহু ছাপা হয়।