পিতার মুরগীর দোকানে খেলছে শিশুটি

follow-upnews
0 0

আমাদের মুরগীর বাজারগুলো দমবন্ধ করা হয়। নিয়মিত পরিচ্ছন্নতার অভাবে সেখানে দুর্গন্ধে বেশিক্ষণ দাঁড়ানো যায় না।

পরিচ্ছন্নতা এবং ব্যবস্থাপনার কাজটি বাজার পরিচালনকারীদের হলেও তারা সে কাজটি নিয়মিত করে বলে মনে হয় না।

আবার বিক্রেতারাও সচেতন নয়।

ক্রেতা হিসেবে আমরা তো সামান্য সময় থেকে কিনে নিয়ে চলে আসি।

কিন্তু যারা এ ধরনের পরিবেশে সারাক্ষণ থেকে কাজ করছে তাদের কথা ভাবি!

এই শিশুটি অবশ্য অনেক মুরগী দেখে খুব আনন্দিত। ও খেলছে মুরগীগুলোর সাথে।

সূত্রাপুর-বাজারের-মুরগীর-দোকান

#ছবিটি পুরোন ঢাকার সূত্রাপুর কাঁচাবাজার থেকে তোলা।

Next Post

সচিব এমএ হান্নানের ‘গলা ধাক্কার অপমান’ সইতে না পেরে মুক্তিযোদ্ধার আত্মহত্যা

রাজধানীতে একজন মুক্তিযোদ্ধা কমান্ডার বিষ পানে আত্মহত্যা করেছেন। আইয়ুব খান (৬২) নামের ওই মুক্তিযোদ্ধা আজ মঙ্গলবার সকালে তোপখানা রোডের একটি হোটেলে বিষপান করেন। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশের ভাষ্যমতে, মৃত্যুর আগে আইয়ুব খান ঢাকার জেলা প্রশাসকের বরাবরে চার পৃষ্ঠার একটি চিঠি লিখেছেন। তাতে তিনি […]
এমএ হান্নান সচিব