একাত্তরের শহীদ ডাঃ আলীম চৌধুরী – শ্যামলী নাসরীন চৌধুরী

ডাঃ আলীম চৌধুরী
ডাঃ আলীম চৌধুরী

১৯৭১ সালে বিজয়ের পূর্বমুহূর্তে অন্যান্য বুদ্ধিজীবীদের সাথে ‘ডাঃ আলীম চৌধুরী’কেও ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে বধ্যভূমিতে হত্যা করে পাকিস্তানের এদেশীয় দোসর আল বদর বাহিনী।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী ডাঃ আলীম চৌধুরী’র স্ত্রী শ্যামলী নাসরীন চৌধুরী।
আগামী প্রজন্মের কাছে সত্য প্রকাশ ও কালের ব্যবধানে ডাঃ আলীম চৌধুরী’র হত্যাকাণ্ডের স্মৃতি যাতে হারিয়ে না যায় সেজন্য তিনি এই বইটি লিখেছেন।
ডাঃ আলীম চৌধুরী’র মৃত্যুর পর পত্রিকায় খোন্দকার মোহাম্মদ ইলিয়াস এবং মোহাম্মদ আজীজের লেখা দুটি নিবন্ধ এই বইতে সংযোজিত হয়েছে। এছাড়াও ডাঃ আলীম চৌধুরীর কিছু অপ্রকাশিত রচনাও সংযোজিত হয়েছে এই বইতে।