সমাপ্ত হয়েছে ”গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১” শীর্ষক প্রশিক্ষণ

follow-upnews
0 0

“গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ” বিষয়ে বিশেষজ্ঞ তৈরি এবং সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধ সম্পর্কে সচেতন করার অংশ হিসেবে ”গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১” শীর্ষক প্রশিক্ষণ কোর্স ২০১৭ শুরু হয় ২৮ এপ্রিল ২০১৭ তারিখে। ৩০ জন প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের বিপুল আগ্রহের কারণে প্রশিক্ষাণার্থীর সংখ্যা দাঁড়ায় শেষ পর্যন্ত ৫৬ তে।

২৭ এপ্রিল, ২০১৭ তারিখ অপরাহ্ণে, খুলনা সার্কিট হাউসে আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট-এর স্বপ্নদ্রষ্টা অধ্যাপক মুনতাসীর মামুন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

https://youtu.be/CB3RH_8wq1s

এরপর প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার ক্লাস অনুষ্ঠিত হয়। ক্লাস নিয়েছেন বিষয়ে অভিজ্ঞ বিভিন্ন বরেণ্য অধ্যাপক, চিত্রশিল্পী এবং লেখক।

প্রশিক্ষণার্থীদের সামনে স্বাগত বক্তব্য রাখছেন খুলনা বিএমএ-এর সভাপতি ডা. বাহারুল আলম।
কর্মশালায় অংশগ্রহণকারী উপস্থিত প্রশিক্ষার্থীরা।
গণহত্যা নির্যাতন
ক্লাস নিচ্ছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহারিয়ার কবীর।
ক্লাস নিচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক হারুন অর রশীদ।
ক্লাস নিচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফায়েকুজ্জামান।
ক্লাস নিচ্ছেন চিত্রশিল্পী হাশেম খান
ক্লাস নিচ্ছেন চিত্রশিল্পী হাশেম খান
গণহত্যা-নির্যাতন
ক্লাস নিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর জেয়াদ আল মালুম।
ক্লাস নিচ্ছেন অধ্যাপক মাহাবুবুর রহমান
ক্লাস নিচ্ছেন অধ্যাপক মাহাবুবুর রহমান
ক্লাস নিচ্ছেন সেশন জাজ ফয়জুল আজীম।
গণহত্যা-নির্যাতন
ক্লাস নিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক তপন পালিত

২০ মে ২০১৭ তারিখে ট্রাস্টের সভাপতি হিসেবে অধ্যাপক মামুনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মসূচীটির ক্লাস পর্ব শেষ হয়। এরপর একটি গবেষণা কর্ম/গণ হত্যার উপর বই প্রণয়নের মাধ্যমে প্রশিক্ষানার্থীরা সনদপত্র পাবে।

https://youtu.be/ZgOrYInPzJs

https://youtu.be/QVNGYkcdY3o

Next Post

রিক্সা-চালককে এক বোতল পানি অথবা দু’প্যাকেট খাবার স্যালাইন কিনে দেবেন - ইলোরা ইলু

যদি সম্ভব হয় তবে আপনি/আপনারা যে রিক্সায় চড়বেন, দয়া করে সেই রিক্সা-চালককে এক বোতল পানি অথবা দু’প্যাকেট খাবার স্যালাইন কিনে দেবেন। এই অসহ্য গরমে সবাই অতিষ্ট। আমরা ঘরের ভেতর ফ্যানের নীচে বসেও দরদর করে ঘামছি। একটু কষ্ট করে চিন্তা করুণ সেই রিক্সাচালক বা দিনমজুরের কথা, যাঁরা এই প্রখর রোদে হাড়ভাঙ্গা […]

এগুলো পড়তে পারেন