একটি বইয়ের মূল্য ২৪.০০ টাকা । এই মূল্য প্রকৃত মূল্যের ৮০% …

একটি বইয়ের মূল্য ২৪.০০ টাকা । এই মূল্য প্রকৃত মূল্যের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন?11781727_873777062707699_7728253396585004799_n-219x300


অংকটি পড়ে বোঝা যাচ্ছে-
৮০% = ২৪ টাকা
১% = ২৪/৮০ টাকা
১০০% = ২৪*১০০/৮০ টাকা = ৩০ টাকা।
অতএব সরকার ভর্তুকি দেয় (৩০-২৪) টাকা = ৬ টাকা।

বিদ্র্রঃ অংকটি ধরে করতে গেলে সমস্যায় পড়বেন। ঝামেলাও বেশি হবে।