ম্যাথ ম্যাজিক: ৩০ টাকায় ১০টি দরে ও ১৫টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা ৩০ টাকায় ১২টি দরে …

প্রশ্ন: ৩০ টাকায় ১০টি দরে ও ১৫টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা ৩০ টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

একটু খেয়াল করুন—

সে ইনভেস্ট করেছে ৩০টাকা। অর্থাৎ সে ৩০টাকার কলা কিনেছে এবং বেঁচেছেও ৩০ টাকার কলা।
ত্রিশ টাকার জায়গায় ১০০টাকা চিন্তা করি।
অর্থাৎ ১২টি দরে ১০০ টাকায় সে বিক্রি করেছে ১২০০টি কলা।

তাহলে নিশ্চয়ই সে কিনেছেও ১২০০টি কলা।
১০টি দরে এবং ১৫টি দরে সমান সংখ্যক কলা কিনেছে।
সেক্ষেত্রে ১০টি দরে ৬০০ কলার দাম = ৬০০/১০ = ৬০টাকা।
১৫টি দরে ৬০০ কলার দাম = ৬০০/১৫ = ৪০ টাকা।

দেখা যাচ্ছে—

ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য সমান। অর্খাৎ, কোন লাভ বা ক্ষতি হয়নি।