Headlines

কোটা সংস্কার আন্দোলনকারীদের বিনামূল্যে আইনি সহায়তা দিবেন তাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়

চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশ বা অন্য কারো দায়ের করা মামলায় অথবা পাল্টা মামলায় তাঁদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের ২০ জন আইনজীবী।
সোমবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আইনজীবীরা এ ঘোষণা দেন।
আইনজীবীরা জানান, আন্দোলনকারীদের মধ্যে যারা গ্রেফতার হয়েছেন কিংবা যারা গ্রেফতার আতঙ্কে আছেন তাঁরা চাইলে আইনি সহযোগিতা দিতে তারা প্রস্তুত। তাঁরা সুপ্রিম কোর্টের ২০ জন আইনজীবী নিজেদের মধ্যে আলোচনা করে একত্রিত হয়েছেন। আন্দোলনকারীদের মধ্যে হয়রানির শিকার হওয়া ছাত্রদের পরিবারের সদস্যরা যোগাযোগ করলে তাঁরা সহযোগিতা করবেন। প্রয়োজনে নিম্ন আদালতে গিয়েও সহযোগিতা করা হবে।
কোটা সংস্কার আন্দোলনকারীদের আইনি সহায়তার ঘোষণা দেওয়া আইনজীবীদের মধ্যে আছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অ্যাডভোকেট আইন্নুনাহার সিদ্দিকা, ব্যারিস্টার অনীক আর হক, অ্যাডভোকেট ড. কাফী, জাহেদ ইকবাল, শাহরিয়ার শাকির, আনোয়ার রেজা, হুমায়ুন কবির, হাসান আরিফ চৌধুরী, পারভেজ হাশেম, উৎপল বিশ্বাস, আবেদা গুলরুখ, নাসিম আহমেদ, আরিফুল হক, দিগ্বিজয় চন্দ প্রমুখ।