Headlines

ফিরে দেখাঃ গোলাম আজম বিএনপি সরকারের জন্মদাতা // জামায়াত নেতৃবৃন্দ

জামায়াতে ইসলামী

অধ্যাপক গোলাম আজমই বর্তমান সরকারের জন্মদাতা। তার নেতেৃত্বে জামায়াত ইসলামী সমর্থন না দিলে বিএনপি সরকার গঠন করতে পারতো না।

গতকাল শনিবার বায়তুল মোকাররমের উত্তরগেটে আয়োজিত জনসভায় ভাষণদানকালে জামায়াত নেতৃবৃন্দ একথা বলেন। জনাব নিজামী বলেন, সেদিন জামায়াতের সমর্থন নিয়ে সরকার গঠন করতে বিএনপি লজ্জাবোধ করে নাই। তিনি বলেন, তথ্যমন্ত্রী নিজেই বলেছেন, মৌলবাদ ঠেকানোর জন্যই এসব প্রচার করা হচ্ছে। এতে স্পষ্ট বোঝা যায় তার অনুমোদন নিয়েই জাতিসত্ত্বা বিরোধী নাটক আমজাদ হোসেনের উঠোন প্রচারিত হচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মৌলবাদ ঠেকানোর নামে এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেছিলো। তিনি বলেন, অবিলম্বে এসব পরিত্যাগ না করলে জনগণ বিএনপিকে ইসলাম বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করবে। জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক কাদের মোল্লা বলেন, সন্ত্রাসীরা সরকারের ছত্র ছায়ায়ই বসবাস করছে। রেডিও টেলিভিশনের অনুষ্ঠান শুনে মনে হয়, এগুলো ভারতের দালালের কাছে ভাড়া দেওয়া হয়েছে। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, গোলাম আযমের সমর্থন নিয়েই বিএনপি সরকার গঠন করেছে। এই সরকারের জন্মদাতা গোলাম আযম।


দৈনিক মিল্লাত, রবিবার, ১৭ জানুয়ারি ‘৯৩