Headlines

বাগেরহাট-পিরোজপুর সড়কে অল্পের জন্য রক্ষা পেল বিআরটিসি বাস

বাগেরহাট

মো: মঈনুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট পিরোজপুর সড়কের ফতেপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। পাশে খেজুর গাছে আটকে বাসটি থেমে যায়, ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। সড়কের এ অংশটি খুব বিপদজনক, কারণ, একটি বাক ঘুরেই বেইলি ব্রিজ—যেটি খুব জরাজীর্ণ অবস্থায় রয়েছে। পাশাপাশি চলছে সড়কের উন্নয়ন কাজ কোনো নিরাপত্তাবেষ্টনী ছাড়াই। 

স্থানীয় জনগণ ফলোআপনিউজকে জানায়, যে কোনো সময় এ সড়টিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 

বাগেরহাট
সড়কের পাশের খেজুর গাছে আটকে আছে বিআরটিসির এ বাসটি।

 

Bagerhat-Pirojpur
বাসে যারা ছিল দ্রুত তারা বেরিয়ে আসে।

 

বাগেরহাট
দীর্ঘদিন যাবৎ ফতেপুর বাজারের এই বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ থাকায় সড়কের এ অংশে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে গেছে।