বাগেরহাট-পিরোজপুর সড়কে অল্পের জন্য রক্ষা পেল বিআরটিসি বাস

follow-upnews
0 0

মো: মঈনুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট পিরোজপুর সড়কের ফতেপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। পাশে খেজুর গাছে আটকে বাসটি থেমে যায়, ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। সড়কের এ অংশটি খুব বিপদজনক, কারণ, একটি বাক ঘুরেই বেইলি ব্রিজ—যেটি খুব জরাজীর্ণ অবস্থায় রয়েছে। পাশাপাশি চলছে সড়কের উন্নয়ন কাজ কোনো নিরাপত্তাবেষ্টনী ছাড়াই। 

স্থানীয় জনগণ ফলোআপনিউজকে জানায়, যে কোনো সময় এ সড়টিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 

বাগেরহাট
সড়কের পাশের খেজুর গাছে আটকে আছে বিআরটিসির এ বাসটি।

 

Bagerhat-Pirojpur
বাসে যারা ছিল দ্রুত তারা বেরিয়ে আসে।

 

বাগেরহাট
দীর্ঘদিন যাবৎ ফতেপুর বাজারের এই বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ থাকায় সড়কের এ অংশে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে গেছে।
Next Post

খারদার সরদার বাড়ি গণহত্যা: নৃশংসভাবে হত্যা করা হয়েছিল দুই কিশোরকে

মুক্তিযোদ্ধা সরদার আব্দুল জলিল অ্যাড. কে না পেয়ে রাজাকারেরা জনাব জলিলের কিশোর বয়সী ভাইপো এবং ভাগ্নে দেলোয়ার হোসেন ও আলতাফ হোসেনকে ধরে নিয়ে যায়। তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল শহরের দড়াটানা নদীর ঘাটে, ওখানে তাদের নৃশংসভাবে হত্যা করে ফেলে রাখা হয়। বাগেরহাটের রাজাকারেরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার অব্যবহিত পরে […]
সরদার আব্দুল জলিল