Headlines

বাগেরহাট সরকারি পিসি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানের বিদায় সংবর্ধনা

পিসি কলেজ

শুভ দত্ত সৌরভ, বাগেরহাট

৮ ডিসেম্বর ২০১৮ শনিবার সকাল ১০টা থেকে শহীদ মুক্তিযোদ্ধা অধ্যাপক মোয়াজ্জেম হোসেন ভবনে দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী শতবর্ষীয় বাগেরহাটের সরকারি পি.সি. কলেজে শহীদ মুক্তিযোদ্ধা, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব ফারুখে আযম মু. আব্দুস ছালাম মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী বুশরা জাহান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান জনাব মো: আলিমুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অভিজীৎ বসু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধাক্ষ জনাব শেখ মোস্তাহিদুল আলম, শিক্ষক পরিষদ সম্পাদক নজরুল ইসলাম ফকির, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান নীতিশ চন্দ্র মন্ডল, অন্যান্য বিভাগের শিক্ষক বৃন্দ সহ উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক রিজওয়ানুর রহমান, অর্থনীতি বিভাগের প্রভাষক ন্যান্সি সুলতানা সহ বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা। পবিত্র কুরআন থেকে তেলোয়াত ও পবিত্র গীতা থেকে পাঠের মাধ্যমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও শিক্ষক বৃন্দ বক্তব্য রাখেন। উক্ত বিদায় অনুষ্ঠানে মানপত্র কথামালা পাঠ করেন অত্র বিভাগেন শিক্ষার্থী আরমান। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মো: নুরুদ্দীন, নাঈম ইসলাম, দেলোয়ার হোসেন সহ আরও অনেকে।