শীতার্তদের জন্য সহযোগিতায় এগিয়ে আসুন

follow-upnews
0 0

Atharo


“আঠারো” সংগঠন হতে আমরা আগামী ০১/০২/২০১৯ তারিখে যশোর এবং বাগেরহাটের কয়েকটি তুলনামূলকভাবে দারিদ্রপিড়ীত গ্রামে শীতবস্ত্র বিতরণ করতে যাব। 

আমাদের প্রতিনিধিরা স্থানীয়ভাবে একটি তালিকা করে আমাদের জানাবেন, আমরা নির্দিষ্ট দিনে গ্রামে পৌঁছে সেই তালিকা মোতাবেক স্থানীয়দের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে শীতবস্ত্র বিতরণ করব।

আমাদের সামার্থ অনুযায়ী দু’তিনটি গ্রামে আমরা যাব। বর্তমানে এ ধরনের কার্যক্রমগুলো মূলত শহরকেন্দ্রিক, তাই আমরা গ্রামে যাব। 

আগামী ৩০/০১/২০১৯ তারিখের মধ্যে আপনি আপনার সহযোগিতা পাঠাতে পারেন। বিকাশ করে টাকা পাঠাতে পারেন অথবা শীতবস্ত্র কিনে পাঠাতে পারেন। নিচের নম্বরগুলোতে ফোন দিয়ে আপনার মূল্যবান পরামর্শও জানাতে পারেন। আঠারোর সভাপতি ৫,০০০/- প্রদান করে ফান্ড গঠনে এগিয়ে এসেছেন। যারা শীতবস্ত্র সংগ্রহে সহযোগিতা করতে চান তারা যোগাযোগ করুন। টাকা না দিয়ে কম্বল বা শীতবস্ত্র কিনে দিতে পারেন।

শুভ দত্ত সৌরভ

সমন্বয়কারী, শীতবস্ত্র বিতরণ কমিটি, ২০১৯

০১৬৪৫ ৬৯৮৬৪৮, ০১৭০৬৪৪২০৮৫  

আঠারো

Next Post

বাঁধন: সরকারি পি.সি কলেজ বাগেরহাট শাখার মাসিক সাধারন সভা অনুষ্ঠিত

শুভ দত্ত সৌরভ, বাগেরহাট বাঁধন সরকারি পি.সি কলেজ বাগেরহাটের আয়োজনে সরকারি পি.সি কলেজের হিসাববিজ্ঞান বিভাগে এক মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন বাঁধন সরকারি পিসি কলেজের সদস্য সচিব সজীব বেপারী। সভাপতিত্ব করেন বাঁধন সরকারি পিসি কলেজের আহবায়ক সবুজ হালদার। সভায় নাঈমুল ইসলাম নাইম, সায়মা আফরিন,মো: নিলয়, সুমন মন্ডল, […]
সরকারি পিসি কলেজ

এগুলো পড়তে পারেন