Headlines

ব্রিজ বিশ্বকাপ : অংশ নিচ্ছে বাংলাদেশ দল

ব্রিজ বিশ্বকাপে অংশ নিচ্ছে ছয় সদস্যের বাংলাদেশ দল।
ব্রিজ বিশ্বকাপে অংশ নিচ্ছে ছয় সদস্যের বাংলাদেশ দল।
ব্রিজ বিশ্বকাপে অংশ নিচ্ছে ছয় সদস্যের বাংলাদেশ দল।

ফ্রান্সের লিওঁতে ব্রিজ বিশ্বকাপে অংশ নিতে আজ দেশ ছাড়ছে বাংলাদেশ দল। ১২ আগস্ট থেকে শুরু হচ্ছে ২২ দলের এ আসর। জোন ৪-এর বাছাই পর্বে রানার্স-আপ হয়ে প্রথমবারের মতো এ আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। সারা বিশ্বে মোট আটটি জোনে হয়েছে বাছাই পর্ব। লিওঁতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছয় খেলোয়াড়—রাশেদুল আহসান, আসিফুর রহমান চৌধুরী, শাহ জিয়াউল হক, মির্জা সাজিদ ইস্পাহানী, এইচ এম কারুজ্জামান ও মশিউর রহমান। কোচ ও ফেডারেশন প্রতিনিধি হয়ে দলের সঙ্গে যাচ্ছেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান।

https://youtu.be/FjxnGV6tacc