Headlines

সাঁওতালদের ভোটে নির্বাচিত হয়ে সাঁওতালদের হত্যা করল বুলবুল!

সাঁওতালদের ভোটে নির্বাচিত

আদিবাসী বার্তা রিপোর্ট:

সাঁওতালদের ভোটে নির্বাচিত
বুলবুল চেয়ারম্যানের শপথ গ্রহণ। ছবি : ২৯ সেপ্টেম্বর ২০১৫ সালে, গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ স্কুল মাঠের সমাবেশ, যেখানে বুলবুল আদিবাসীদের শপথ গ্রহণ করাচ্ছেন।
গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরে সাঁওতালদের ভোটে গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর শাকিল আকন্দ বুলবুলকে সাঁওতালরা কাঁসার থালায় দুধ দিয়ে পা ধুইয়ে দেয় এবং ৬৫,০০০ টাকা উপহারস্বরূপ দেয়। সেই বুলবুলকে আজ এটিএন নিউজ চ্যানেলে দেখা গেল লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করছে!
আমরা দেখেছি ২০১৪ সাল থেকে বাগদাফার্মের বাপ দাদার জমি ফেরতের দাবিতে আদিবাসী-বাঙ্গালী মিলে যখন আন্দোলন গড়ে তোলে তখন এই বুলবুল বিভিন্ন সভা সেমিনারে আদিবাসীদের শপথ গ্রহণ করিয়ে নিয়েছে এবং সে নিজে শপথ গ্রহণ করেছিল যে- “নিজের জীবন দিয়ে দেব তবুও বাপ-দাদার জমি উদ্ধার করে ছাড়বো।” ”কোন আদিবাসীর গায়ে গুলি লাগার আগে আমার গায়ে গুলি লাগবে।” আজ যখন নিজের স্বার্থ হাসিল হয়েছে তখন সে আদিবাসীদের বুকে গুলি চালিয়েছে।
বুলবুলের জনসভায় সাঁওতালদের উপস্থিতি
ছবি: ২৯ সেপ্টেম্বর ২০১৫ সালে, গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ স্কুল মাঠের সমাবেশ- যেখানে বুলবুল আদিবাসীদের শপথ গ্রহণ করাচ্ছেন।

 

রিপোর্টটি আদিবাসী বার্তা থেকেও নেওয়া।