অসুরের প্রেম আমাদের হয়েছে তবু

bird Bangladesh

মহামূল্যবান কী যেন হারিয়ে ফেলেছি এ জীবন থেকে,

বুঝতে পারি না কী তা, শুধু হাহাকারটা ঠিক চিনি।

এত আলোর ওপারেই হয়ত ঘোর অন্ধকার,

আলোতে ঝাপ দিয়ে আমি কি তবে অন্ধকারে পড়ছি?

কিছু নেই জানি তবু কিছু জীবন বাকী,

এ যেন অনাগ্রহী হয়ে বইয়ের শেষ পাতা পড়া,

শুধু বলতে হবে–বইটা আমি পড়েছি।

রোজ আমি ভাবি–

এই শেষ, এখন আমি পাখি হয়ে উড়ি।

শুধু পাখিরাই ওড়ে আকাশে,

মানুষ নয় তা কোনোদিন।

কথা ছিল ভালোবাসার, বেসেছি;

কথা দিয়ে কি ভালোবাসা হয়েছে কিছু?

মাঝে মাঝে এখন মৃত্যু পাশে এসে দাঁড়ায়,

যেন জানতে চায় আমি ঠিক প্রস্তুত কিনা।

বাস করার কথা ছিল আমার

কাঠুরিয়াদের সাথে, নয়ত কোনো এক মাঝি মল্লা হয়ে।

আমি ভুল পথে এসে

দাঁড়িয়েছি সভ্যতার এই কোলাহলে!

ভুলতে পারিনি কোনো নদীর ঢেউ আজও

গিয়েছি যত যেখানে।

আমি যে ক্রন্দন শুনি অবিরত,

তুমি কি ক্ষণকাল শুনেছ কখনো তা?poem tree

১০

সুর মেলে না তোমার আমার,

অসুরের প্রেম আমাদের হয়েছে তবু!



দিব্যেন্দু দ্বীপ