Headlines

আচ্ছাদিত জীবন অন্তর্লিন বেদনার রঙে নীল

শাহিদা সুলতানা

শবরমতি নদী পেরোলেই
পিছনে পড়ে থাকে
আরেক বিদগ্ধ নগরী
যত নস্টালজিক সময়ের মতো–
চায়ের টেবিল ছেড়ে উঠে গেছে বনলতা সেন
সন্ধ্যা নামার অজুহাতে।
টেবিলে পড়ে আছে
ভুল করে ফেলে যাওয়া চশমা
পরিত্যক্ত চায়ের কাপের পাশে।

এ শহরে অনেক পায়রা ওড়ে,
গিরিবাজ, লোটন আরো কত নামে,
ট্রাফিকের গোল চত্বরে,
খুটে খুটে ফেরে জীবনের সস্তা রসদ।

উচু পাহাড়ের উপরে দাড়ালে
দেখা যায় নিজেরই অচেনা জীবন—
সুইমিং পুলের আবরণী নেটে
আটকে আছে সব
অযাচিত ইচ্ছে পালক।

অজুহাতগুলো তুলে রাখি যত্নে বহুকাল–
ভুলে যাই বনলতার চোখ দুটি বড় সুন্দর
লোকে বলে চশমা ছাড়াই তাকে ভালো লাগে বেশি।


শাহিদা সুলতানা , কবি ও প্রশাসক Shahida Sultana