Headlines

এক নতুন বাংলাদেশ // অগ্নি বিহঙ্গ

বাংলাদেশ

আজানের পাশে বাজে

‘দুর্গে দুর্গে — দুর্গতিনাশিনী’,

মনে আফশোস জাগে

এইখানে আগে কেন আসিনি।

 

বিদ্বেষ-বিভ্রাট নিয়ে

আমিও ছিলাম ঐ একই দলে,

খবর পাইনি—

কত পানি মাঝে বয়ে গেছে রূপসার জলে।

 

হিসেব রাখিনি

ত্রিশ লক্ষ শহীদের হাহাকার,

কত রক্ত নিয়েছে

পাক বাহিনী ও তার দোসর রাজাকার!

 

বাঙালিকে তবু দমাতে পারেনি

ওদের জেনোসাইডের নীল খসড়া,

এত ধ্বংসের পরও তাই

প্রকৃতি দিয়েছে সবুজের পুরু পসরা।

 

আজো বকুলের গায়ে

বেড়ে ওঠে লতানো চুইঝাল,

এও বাংলার মাটি

শুধু পতাকার রং সবুজ আর লাল।

 

ফিরতি পথ ধরতে হবে,

আজ হয়ত এখানেই শেষ—

পোড়া ছাই ঝেড়ে ফিনিক্স হয়ে

জেগে উঠছে এক নতুন বাংলাদেশ।


অগ্নি বিহঙ্গ, কোলকাতা নিবাসী।

২১/১০/২০২৩

খুলনা, বাংলাদেশ।

বাংলাদেশ
কবি কোলকাতা থেকে বাংলাদেশের খুলনায় এসে মুগ্ধ হয়েছেন, আবেগে আপ্লুত হয়েছেন। কোলকাতার এই চারজন তরুণ তরুণী বাংলাদেশের খুলনায় এসে প্রথমেই দেখা করেন এবং কথা বলেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সাথে। এরপর বাংলাদেশের সাহিত্যিক ও সাংবাদিক দিব্যেন্দু দ্বীপ এবং তার বন্ধুদের সাথে রূপসা নদীতে একটি সংক্ষিপ্ত নৌকা ভ্রমণ অংশ নেন। মাত্র দুই দিনের জন্য বাংলাদেশে এসে কোলকাতার এই চারজন তরুণ-তরুণী বিশেষ মুগ্ধতা নিয়ে ফিরেছেন। সে প্রেক্ষিতে কবির এই লেখাটুকু।