কবিতা: অসুখ // মিতালী নাথ

Asam, India

এ কি স্বপ্ন না বাস্তব?

এ কেমন অসুখ?

কেন কিছুই বুঝি না!

তাকে না ভাবলে

আমার রজনী কাটে না,

তাকে না দেখলে দিনটা অস্বস্তিতে কাটে,

শ্বাসরূদ্ধ হয়।

বেলায় অবেলায় তাকে কাছে পাওয়ার তীব্র তেষ্টা—

সে কাছে না আসলে খানিকটা অভিমানে পুড়ি,

কাছে আসলে যেন পৃথিবীতে স্বর্গ নামে।

তাতেও মন ভরে না,

শুধু মনে হয় যদি সময়ের গতি স্তব্দ হয়ে যেত!

তার অনুপস্থিতি আমার কোমল হৃদয়ে আঘাত হানে।

জানি এ অসুখ আমার সারাবেলার

তবু আপ্রাণ চেষ্টা একটু বেঁচে থাকার।।


মিতালী নাথ, আসাম, ভারত।

আসাম, ভারত