কবিতা: অসুখ // মিতালী নাথ

follow-upnews
0 1

এ কি স্বপ্ন না বাস্তব?

এ কেমন অসুখ?

কেন কিছুই বুঝি না!

তাকে না ভাবলে

আমার রজনী কাটে না,

তাকে না দেখলে দিনটা অস্বস্তিতে কাটে,

শ্বাসরূদ্ধ হয়।

বেলায় অবেলায় তাকে কাছে পাওয়ার তীব্র তেষ্টা—

সে কাছে না আসলে খানিকটা অভিমানে পুড়ি,

কাছে আসলে যেন পৃথিবীতে স্বর্গ নামে।

তাতেও মন ভরে না,

শুধু মনে হয় যদি সময়ের গতি স্তব্দ হয়ে যেত!

তার অনুপস্থিতি আমার কোমল হৃদয়ে আঘাত হানে।

জানি এ অসুখ আমার সারাবেলার

তবু আপ্রাণ চেষ্টা একটু বেঁচে থাকার।।


মিতালী নাথ, আসাম, ভারত।

আসাম, ভারত

Next Post

বিজ্ঞান ও ধর্মের সীমারেখা // ডক্টর তাপস ঘোষ

বিজ্ঞানের ছাত্র বা গবেষক হওয়ার ফলে অনেক সময়েই দেশে বিদেশে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন আলোচনা চক্রে আমন্ত্রিত হয়েছি এবং আলোচনাতে অংশ গ্রহণ করেছি। আজ আমি দু’টো এরকম বিজ্ঞান বিষয়ক আলোচনার সভার কথা উল্লেখ করব, যা আমাকে বিজ্ঞানের একজন ছাত্র হিসেবে যুগপৎ কৌতূহলী এবং শঙ্কিতও করেছিলো। প্রথমটি ছিল ২০০৪ সালের— খুব সম্ভবত […]
ডক্টর তাপস ঘোষ