Headlines

আজ পহেলা ফালগুন: বাঙালির প্রাণ মন নেচে উঠুক অপরিণীত কামনীয় আনন্দে

শুভ বসস্ত

Happy spring


সম্পাদকের লেখা দুটো কবিতা দিয়ে ফলোআপনিউজ এবার সাজিয়েছে তাদের বসন্তের বার্তা। প্রথম কবিতায় আকাঙ্ক্ষাগুলো আজ পাখা মেলেছে, দ্বিতীয় কবিতায় বাস্তব জীবন কবিকে ঘিরে রেখেছে, দার্শনিক আজ্ঞাবহে— যেন সে মেনে নিয়েছে কল্পিত পরাজয়। 

 

হঠাৎ দেখা

 

এভাবেও হয়

হঠাৎ দেখায়

এমন কূলাতিক্রান্ত প্রেম পরিণয়!

বসন্তের এ বৈভবে আমরা ভুলেছি

বরাবরের রীতি,

চমকে উঠে দেখি তড়িৎ এক কামনীয় সম্প্রিতী

 

তুমি নও আমার খোঁজে, আমিও নই

জানো না পথিক কে আজকে দ্বারে,

জানি না তোমাকেও

আমরা চেয়েছি শুধু বিপ্লবী পরিণতিটুকু

 

ভেঙে পড়ুক সামাজিক সব জুবুথুবু বিপন্নতা,

কিছু গোপনে, কিছু গহীনে, কিছু তার নির্লজ্জ্বতায়

একা শ্রীকৃষ্ণ নয়,

সাতক্যিরাও মেতে থাক আজ বসন্তের এসব ভণিতায়

 

হলুদ সুন্দর এ অন্ধকারের ঘোর কাটলে

আবার আমরা বিযুক্ত হই

ভালোবেসে বিপরীত পথ ধরে  

পৌঁছে যাই স্ব স্ব গন্তব্যে, জীবনে

 

যদি এ মোহনায় সকাল সন্ধ্যায় আবার দেখা হয়

অপেক্ষায়,

তবে বুঝব একে অপরে আমাদের হয়েছিল কিছু পরাজয়।  

 

কল্পিত পরাজয়

 

তোমার পিছু নেব বলে

পুরনো সব পোশাক উল্টেপাল্টে 

খুঁজি, –এভাবে আরও কিছু রূপক আশ্রয়

মেলে কি মেলে না,

তবু জোরপূর্বক নির্দিধায়

এক অবোধ্য আবেগে উদ্বেল

হতে হতে অবশেষে

পরিত্রাণ মেলে পরাজয়ে

যখন বুঝি,

ওরা সেজেগুজে সবাই আজ

ধরেছে বাজি

কেউ কেউ ইতোমধ্যে পৌঁছে গিয়েছে
তোমার সম্রাজ্যের সীমানায়


বসন্তের বার্তা