Headlines

ইচ্ছে মন // বলহরি রায়

বলহরি রায়

ইচ্ছে করে মন ছুয়ে যায় তারার পানে,
ইচ্ছে করে মন ছুয়ে যায় নীলের টানে,
ইচ্ছে করে মন হৃদয় দেহ চিবুক ছুয়ে,
ইচ্ছে করে বহুদূরে স্বপনের ঘোর নূয়ে,
ইচ্ছে করে মনবধুর পায়ের নূপুর ছুঁয়ে
ইচ্ছে করে মনে মনে সংগোপনে নিরব চলে,
ইচ্ছে করে মনের সুধা মিটাই কারো ছলে,
গোপনে তাই মন ছুয়ে যায় দ্বিধাও কারো বাড়ে,
মনপ্রিয় গোপন প্রণয় বৃথায় আসে ধারে,
ইচ্ছে করে মনতরী ভাসে চোখের জলে,
ইচ্ছে করে মনবধুয়া ভাসায় তরী জলে।।


Balahari Roy