ইচ্ছে মন // বলহরি রায়

follow-upnews
0 0

ইচ্ছে করে মন ছুয়ে যায় তারার পানে,
ইচ্ছে করে মন ছুয়ে যায় নীলের টানে,
ইচ্ছে করে মন হৃদয় দেহ চিবুক ছুয়ে,
ইচ্ছে করে বহুদূরে স্বপনের ঘোর নূয়ে,
ইচ্ছে করে মনবধুর পায়ের নূপুর ছুঁয়ে
ইচ্ছে করে মনে মনে সংগোপনে নিরব চলে,
ইচ্ছে করে মনের সুধা মিটাই কারো ছলে,
গোপনে তাই মন ছুয়ে যায় দ্বিধাও কারো বাড়ে,
মনপ্রিয় গোপন প্রণয় বৃথায় আসে ধারে,
ইচ্ছে করে মনতরী ভাসে চোখের জলে,
ইচ্ছে করে মনবধুয়া ভাসায় তরী জলে।।


Balahari Roy

Next Post

অতর্কিতে তলিয়ে দেবো // শেখ বাতেন

আমি হয়তো মরেই যাবো বায়ুমণ্ডলে ঘুরে বেড়াবো ইচ্ছামতো বিষ ছড়াবো ভয়ের স্বপ্নে ঘুম তাড়াবো আমি হয়তো চলেই যাবো মাটির ভেতর অনেক নিচে আগ্নেয়গিরির আগুন হবো ভূ-কম্পনে দানব দালান ইচ্ছামতো ধ্বসিয়ে দেবো আমি হয়তো মরেই যাবো নদীর জলে মিশে রবো সুযোগমতো জলোচ্ছ্বাসে নষ্ট শাসক সাঙ্গপাঙ্গ অতর্কিতে তলিয়ে দেবো। শেখ বাতেন