একইভাবে দোল খায় সমুদ্র ।। শাহিদা সুলতানা

follow-upnews
0 0

 

তোমার কাছে কিছু চাইতে

আমার সময় লাগবে,

কিছু দিতেও,

এক দ্বিধার সাগর পেরিয়ে

আমরা এসেছি,

তুমি আমি দুজনেই।

 

বসুমতীর অজস্র আশীর্বাদপুষ্ট

যাত্রীদের সাথে আমরাও পেরিয়েছি

এতটা বছর,

নির্জনতার বরফ আড়ালে

নিজেকে ঢেকে,

একই গন্তব্যের দিকে।

 

নিরন্তর উপেক্ষায়

জীবনের গান ছুঁড়ে ফেলেছি

মহাসমুদ্রের গহ্বরে

নিমেষে যা নিঃশেষ হয়েছে

পিরানহার ক্ষুধায়,

অভিমানে ফিরিয়েছি

অনিন্দিত সুন্দরের আহ্বান,

পুরানো ভাঁড়ারে রেখেছি তুলে

ইচ্ছের লাটাই।

 

অথচ দেখো, এখনো

একইভাবে দোল খায় ঢেউ

ইনানী সমুদ্র সৈকতে,

ঝিনুকের ডেরায় খুনসুটি করে

জলতরঙ্গ সুর তোলে,

অন্ধকার নেমে এলে ঝিঁঝিঁরা

ঝালা তোলে ইমন রাগিণীতে।

 

এখন রাতভর শিশিরের মায়ায়

শান্ত হয় উত্তপ্ত ব্রক্ষ্মাণ্ড।

সন্ধ্যায় ডুবে যাওয়া সূর্য

পা টিপে বেরিয়ে যায়

সমুদ্রের দরজা ঠেলে

ভোরের লাজুক আলোয়।


শাহিদা সুলতানা   শাহিদা সুলতানা

Next Post

পরাভবের কবিতা

♥ জীবনটা নিংড়ে নাও, পথে পথে বিলিয়ে দাও, দিতে গেলে তোমাদের দিগুণ মেলে ঠিক! শুধু কাউকে সাক্ষী করো না।   ♥ যাও যেখানে কিছু ক্ষুধা মেটে। একটা মুচকি হাসি দিয়ে, কিছু প্রশংসা করে ঢেকে নিও প্রস্থানের চক্ষুলজ্জাটুকু। যেতে হয়— এভাবেই জীবন আকাঙ্ক্ষিত হয়।   ♥ দাঁড়িয়ে থাকতে পারো যদি আসো, […]
দিব্যেন্দু দ্বীপ