প্রিয়, সহস্রাব্দের ক্ষুধা মিটাও // দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
1 0
তবু যদি বেঁচে যাই,
পৃথিবীটাকে আড়াল করে
তোমাকে আমি খুঁজে নেব,
তখন ঠিকই সব বুঝে নেব।
আজ তোমায় পাই বা না পাই।
জীবনের গল্প বাড়ে,
পাল্লা দিয়ে জীবন কমে।
তোমারও তো তাই,
বুঝতে পারো তাকাও যখন মরমে?
এসো, এইবেলা আমরা কিছু মিলাই,
একটা যুগল গল্প বানাই।
তবু তুমি,
এক মগ চায়ের মধ্যেও তুমি!
মাথা থেকে মোটেও যখন
বের করতে পারি না
ভাবি— এ কি তবে যন্ত্রণা?
মন বলে মেনে নাও
হয়ত কোনো অদৃষ্টের মন্ত্রণা।
দীর্ঘদিনের বিরতীতে
ধুমপান আর ভালো লাগে না,
তবু আজ ভালো লাগছে
তোমার শিউলি ঝরা হাসিটা কুণ্ডলী পাকাচ্ছে!
শুষে নিতে দাও,
সহস্রাব্দের ক্ষুধা মেটাও!
প্রিয়, আজ না হয় একটু তুমি আমার হও।
পাড় মাতাল যেমন
বোতালটাকে উপুড় করে বিন্দু বিন্দু গেলে
দিগ্বিদিক ভুলে,
কী হত সত্যি তোমায় পেলে!
তোমার দ্বৈত সত্তা—
একটা ভীষণ নিয়ম মাফিক,
অন্যটা এলোমেলো,
তুমি ভাবো— কোনটা ভালো,
আমি ভাবি একটাও কি আমার হলো!
তুমি কত সুন্দর
জানে কি ওরা
দ্রুতযানে, আত্মভিমানে
তোমার কাছে পৌঁছে যায় যারা?
Next Post

তোমার সবটুুকু, সবই // দিব্যেন্দু দ্বীপ

♥ কতবার যে ঘুরে ঘুরে ফিরে এসেছি! ভেবেছিলাম— তোমায় দেখব তোমায় নিয়ে একটা স্বপ্ন উড়াল দেব আকাশ সীমা পেরিয়ে যাব, যেখানে কেউ নেই এমন সবটা তুমি হবে আমার একান্ত আপন, সহস্র তুমি সবার সাথে রোজ যেমন। ♥ তুমি কি আনুষ্ঠানিক কোনো ব্যস্ততায়, নাকি নিজস্ব সে বিষাদে? তুমি কি ঘুমাও শ্রান্তিতে, […]
Shahida Sultana