’এক বিষণ্ণ রোববারে’ কাব্যগ্রন্থ থেকে

follow-upnews
0 0

নিলামে ডাক দিয়ে
হৃদয় কেনার বিত্ত আমার
ছিলো না কোনোদিন,
এখনও তা নেই।

আজন্ম দরিদ্র আমি
চিরকাল দরজায় দাঁড়িয়ে শুনেছি
বিত্তের লড়াই-এর শব্দ,
সোনার হাতলে কোহিনুর কারুকাজ–
ঠিকরানো আলোয়
অন্ধ হয়েছি বারবার–
নিলামের এক-দুই-তিন শেষ হলে
প্রতিবারই থেমেছে হৃদয়ের ঘড়ি
এক নিশ্চিত প্রিয়-বিচ্ছেদ বেদনায়।
আজন্ম প্রেমিক তবু অপেক্ষায় থাকি
‘অনিবার্য কারণ বশত এই নিলাম বাতিল ঘোষণার।


শাহিদা সুলতানা শাহিদা সুলতানা

 

Next Post

রাজাকার ও তাদের সন্তানেরা যেন সংসদে যেতে না পারে -শাহরিয়ার কবির

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, ‘ক্ষমতার লালসা মানুষকে কত নিচে নামাতে পারে, তার উদাহরণ এই মুহূর্তে ড. কামাল হোসেন। ড. কামাল, আপনার কোন চেহারাকে রাজনীতির চেহারা বলবো? যে আপনি ’৭২-এ সংবিধান লিখেছিলেন, সেই কামাল হোসেনের চেহারাকে, না আজকে সংবিধানের হত্যাকারীদের সঙ্গে যিনি হাত মিলিয়েছেন, সেই কামাল […]