স্বরুপচিন্তা // অনুপম শেখর

follow-upnews
0 0
শহরটা রত স্বমৈথুনে।
নদীটাও দেখি নাঙ্গা।
চাঁদের মুখেকালিমার ছাপ। তক্ষক চোখ রাঙ্গা।
একাকার লাগে নদী-পথ-ঘর-আকাশ-পুকুর-ডাঙ্গা। আঁতলামী আর মাতলামী মিলে অনুভূতি বেশ চাঙ্গা।
আমার মনে-মননে সংকীর্ণতা, হৃদয়ের বাড়ী ভাঙ্গা।

অন্তরে ক্ষরা, দু’চোখে প্লাবন, দেহ-মন জুড়ে মঙ্গা। 


২৮/১০/১৫

অনুপম শেখর

মোড়েলগঞ্জ, বাগেরহাট
Next Post

পড়ুন প্লাবন ইমদাদের কবিতা

একদিন জামালপুর যামুগা রেলের ছাদে চাইপা, হালার ফালাইয়া থুইয়া এই সোনামোড়া জীবন। একদিন বাদামের খোসা উড়াইয়া দিয়া বাতাসে আমি কমু, তুমরা সক্কলে মিছা কতা কইছ আমার লগে। একদিন তোমাগো আলগা পিরিতের পালগা মলমে ছ্যাপ দিয়া কমু, মিয়া অফ যাও যত মিছা কতা … প্লাবন ইমদাদ  কবি নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুমিল্লা জেলা […]
Plaban Imdad