পড়ুন প্লাবন ইমদাদের কবিতা

follow-upnews
0 0

একদিন জামালপুর যামুগা রেলের ছাদে চাইপা,

হালার ফালাইয়া থুইয়া এই সোনামোড়া জীবন।

একদিন বাদামের খোসা উড়াইয়া দিয়া বাতাসে

আমি কমু,

তুমরা সক্কলে মিছা কতা কইছ আমার লগে।

একদিন তোমাগো আলগা পিরিতের পালগা মলমে

ছ্যাপ দিয়া কমু,

মিয়া অফ যাও যত মিছা কতা …


প্লাবন ইমদাদ  প্লাবন ইমদাদ

কবি

নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুমিল্লা জেলা প্রশাসন

Next Post

ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হক কে স্মরণ

আরও কিছুদিন থাকলে ভালো হত না আনিস ভাই? আমিও বড্ড ক্লান্ত এখন, একসাথে যেতাম না হয় আমরা তখন। আনিস ভাই, খুব বেশি ভার হয়ে গিয়েছিল কি নির্লজ্জ্ব-নিষ্ঠুর এই শহরটার বোঝায়? নিতাম না হয় আমার দুর্বল কাঁধ পেতে দু ছটাক ভার আমিও বুঝে। তাই বলে এভাবে না বলে চলে যাবেন হঠাৎ? […]
আনিসুল হক