ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হক কে স্মরণ

follow-upnews
0 0

আরও কিছুদিন থাকলে ভালো হত না আনিস ভাই?

আমিও বড্ড ক্লান্ত এখন,

একসাথে যেতাম না হয় আমরা তখন।

আনিস ভাই, খুব বেশি ভার হয়ে গিয়েছিল কি

নির্লজ্জ্ব-নিষ্ঠুর এই শহরটার বোঝায়?

নিতাম না হয় আমার দুর্বল কাঁধ পেতে

দু ছটাক ভার আমিও বুঝে।

তাই বলে এভাবে না বলে চলে যাবেন হঠাৎ?

দিতাম না হয় ভাগ করে সেরিব্রাল ভাস্কুলার

না কি জানো থাকে আমাদের!

আনিস ভাই, পথ চেয়ে থাকে যারা

বলেন, কি জবাব দেব এখন তাদের?

কী হত না হলে নগর পিতা,

বেনিয়া এ শহরে সবাই যে শুধু ক্রেতা!

আমরা না হয় এক সাথে শুধু কবিই হতাম,

আপনি তো তা-ই ছিলেন,

মাঝপথে মারা গেল যেন শুধু এক মেয়র!

বড্ড বেশি দুঃখ পেলাম, হাহাকার লুকিয়ে

হেসে উঠলাম–

মানুষগুলো সব অকালে এভাবে মরে গেল!

ঢাকা শহর আচমক যেন শুধু দুঃখে ভারী হল!!


শেকস্ রাসেল, লন্ডন-যুক্তরাজ্য

Next Post

পিএসটিসি-“নগরাঞ্চলের দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি প্রকল্প” এর সভা অনুষ্ঠিত

প্রাণতোষ তালুকদার ৩০ নভেম্বর ২০১৭ রাজধানীর সায়েদাবাদ এলাকা, অঞ্চল-৫, ঢাকা সিটি করপোরেশন-এর সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে “নগরাঞ্চলের দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি প্রকল্প” এর অবহিতকরনণ সভা। উপস্থিত ছিলেন, প্লান ইন্টারন্যাশনাল-এর একদল অভিজ্ঞ কর্মী, যারা দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রকল্প ব্যবস্থাপনায় পারদর্শী এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর, নির্বাহী অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার, […]
প্রাণোতোষ তালুকদার