“ছায়াকে ভালবেসে বিলীন হতে চাওয়া” -শাহিদা সুলতানা

follow-upnews
0 0

ছায়াকে ভালবেসে বিলীন হতে চাওয়া

সুখের বাড়া ভাতেও

ছাই ফেলে তীব্র আলোকচ্ছটা।

প্রাসাদ ষড়যন্ত্রের বার্তা নিয়ে

গোপনদূতের আগমন ধ্বনি

ময়দানের পেছন আস্তানায়।

আমাদের বিবর্ণ অন্তর

প্রাজ্ঞতার মুখোশে ঢাকা মূলত

পরিচয়বিহীন ভাসমান রঙ্গিন বুদবুদের মত।


শাহিদা সুলতানা

Next Post

শৃঙ্খলিত পথিক // হাসনা হেনা

আমি নারী আড়ালে রাখি সতত তেজস্বী তাপস জগৎ সংসার মমতায় বেঁধে বেদনায় করি আপস ! শৃঙ্খলিত পথিক আমি গণ্ডি পেরুনো মানা রূদ্ধদ্বারে কড়া নাড়ে স্বপন গগনে মেলতে ডানা । কখনও তোমাকে অতিক্রম করি বসি ফের তোমার পূজায় , ভিখারি নই এ’পৃথ্বী দুয়ারে- বাঁধতে এসেছি মায়ায় । চেনা সুরের খেয়ালে আমার […]