বাল-ছাল কইয়ো না, আগে বুইঝা লও // দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0

শোনো মিয়ারা,
বাল-ছাল কইয়ো না,
আগে বুইঝা লও—
এই হত্যাকাণ্ডের মধ্যে
কথা আছে,
এই কথার মধ্যে রাজনীতি আছে,
এই রাজনীতির মধ্যে ধর্ম আছে।
শোনো মিয়ারা,
এর মধ্যে আরব আছে,
এর মধ্যে আরবীয় সম্রাজ্যবাদ আছে,
এর মধ্যে ভারত আছে,
এর মধ্যে ভারতীয় সম্রাজ্যবাদ আছে।
এর মধ্যে ইসলাম আছে,
এর মধ্যে হিন্দু আছে,
আরো গভীরে সভ্যতার সংকট আছে।
শোনো মিয়ারা,
লাফাইও না, শুইনা লও—
এর মধ্যে ‘বিজয়’ আছে,
ইসলামের ভারত বিজয় আছে,
এর মধ্যে আভিজাত্য আছে,
বর্ণপ্রথা, ভারতবর্ষের কোটি কোটি
নির্যাতীত মানুষের কণ্ঠস্বর আছে,
এর মধ্যে হিন্দুত্ববাদ আছে,
এর মধ্যে মুসলিম উম্মাহ আছে।
বাল-ছাল কইও না,
সত্যি কথা কও—
এসব আছে না?
সভ্যতার সংকট আছে না?
আবরার মরেছে না?
শালা, বাল-ছাল কও,
আজ
আবরার মরবে, আক্কাস মরবে
আবার শুবোধ মরবে, সুশীল মরবে,
মরবে না?
সভ্যতার সংকট আছে না?
এর মধ্যে হিন্দুত্ববাদ আছে না?
এর মধ্যে মুসলিম উম্মাহ আছে না?

আরো বাইড়া বাইড়ি করবা,

নাকি এইসব বালছাল ধর্মগুলারে

পগারে ফালাইবা?

Next Post

ভারতের সঙ্গে চুক্তি নিয়ে স্ট্যাটাস, আ'লীগ নেতা ডা. শেখ বাহারুল আলমকে বহিষ্কার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সম্পাদিত চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিএমএ খুলনা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলমকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। বুধবার জেলা […]
বিএমএ, খুলনা