মনের পশু বনের পশু

follow-upnews
0 0

মনের পশু
বনের পশু
এসব আমি বুঝি না ভাই।
মানুষ আমি আমার মতো
শ্রেষ্ঠ বলে তুমিও কসাই।

খাই, কিছু অজুহাতও চাই;
যদি কিছু পায় অভুক্ত যারা–
ভালো না বাসুক,
ভাবে বিলাক,
তবু যদি কারও ক্ষুধা মেটে একবেলা।

মনের পশু
বনের পশু
এসব আমি বুঝি না ভাই। 

ফুর্তিটা চাই
ঈদের আনন্দে তাই ভাগ বসাই।

সত্যি কথা বলি যদি–
ভাই, কোনো হত্যায় সায় নাই,
তবু খাই, মানুষ আমি
এমন করেই তো খাই।

সবাই ভালো থাকুন
সুস্থ থাকুন,
আহারে বিহারে
আদানে প্রদানে
অকাতরে বাঁচুন।
ঈদ মুবারক!!


প্রবাস থেকে কবিতাটা পাঠিয়েছেন শেকস্ রাসেল

Next Post

খালের পাড়ে কোরবানী দিতে নিষেধ করায় কসাই গরু রেখে জবাই করল মানুষ

বরিশালের মেহেন্দিগঞ্জে কোরবানির গরু জবাইকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে অলি ঘরামি (৪৫) নামের এক কৃষকের গলা কেটে জবাই করে কসাই। ২২ আগস্ট বুধবার সকাল ৯টায় মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাটের পশ্চিম রতনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত আরও ছয়জন আহত হয়েছেন। এ পর্যন্ত দুইজনকে আটক করেছে […]