দুটি কবিতা : সুমন কাজী

follow-upnews
0 0

তোমার দেয়া ডায়রি


জীবনের রঙ্গিন অধ্যায়গুলো
হঠাৎ করেই হারিয়ে গেল

তবুও জীবন-
জীবনের মত করেই চলছে,
সুখ আর দুখ যেন নিত্য দিনের সঙ্গী
বড় একঘেয়েমী লাগে,দিশেহারা হয়ে যাই,
হঠাৎ মনে পরে তোমার দেয়া ডায়রি,
কলম আর ডায়রির পাতা এমন দুজনে
যারা আপনার চেয়ে আপন,
হাফ ছেরে বাঁচে ক্লান্ত এমন
যখনই লিখি মনের কিছু কথা
চনচিনে মনের ব্যাথা।

তোমার দেয়া ডায়রি –

কি লিখব আমি? কত কথা একি শেষ হবে?

তবু লিখছি-
গোছানো জীবন হঠাৎ-ই এলোমেলো
খুবই আপন কেউ হারিয়ে গেল,
শত মানুষের  ভীরে আমি হয়ে গেলোম একা।
শেষ হবে কী এ জীবনের দঃখ লিখা?
তবুও লিখছি-
বেচেতো আছি শূন্যতার হাহাকারে
কখনোবা মিথ্যে আশায় খুজি তারে
যদি পাই একবার দেখা।


 

কবি


হতে পার তুমি একজন কবি
তবে?লাগবে একটি ছবি
ছবির মত একটা মন।
যে দেবে প্রেরণা, কত দুঃখ কত বেদনা
সব লিখবে তুমি কত গান কত শত কবিতা।
ঝরবে তোমার কবিতায় সুখ দঃখ বেদনা
তবেই হবে কবি।
লোকে বলবে ধন্য হে মহান কবি।

[email protected]

Next Post

সরকারি সকল ফরম এই ঠিকানায় একসঙ্গে পাবেন

পাসপোর্টের আবেদনের জন্য ফরমের প্রয়োজনে কষ্ট করে পাসপোর্ট অফিসে যেতে হবে না, অনলাইনেই পাবেন আবেদনপত্র। এছাড়া বিভিন্ন সরকারি কাজে বহু ধরনের ফরমের প্রয়োজন হয়। এসব ফরম আনার জন্য সরকারি অফিসে আর কষ্ট করে দৌড়াদৌড়ি করতে হবে না। অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিলেই হলো। জনগণের দুর্ভোগ কমানোর জন্য সকল […]