একটি ঘোর লাগা রাতের গল্প

follow-upnews
0 0

তোমাকে চাই চাই,
এজন্যই তো পালাই।

আমি যদি এক অত্যাচারী রাজা হতাম,
তাহলে কি তোমায় পেতাম?

আমি খুঁজে পেয়েছি আমার ঈশ্বর,
তবু তোমরা বলো নাস্তিক!

ঘোর লাগা সময়,
তোমাতে আমার কাঙ্ক্ষিত পরাজয়।

মরে যাব না,
কখনো মরে যাব না,
তোমাকে এভাবে মাঝে মাঝে দেখব যে।

জানি,

তবু কিছু বেদনা বাড়াই।

চাঁদ কি দিতে পারে সূর্যেরে আরো কিছু আলো?

পরাভৃতের প্রেমে

তোমার কি কিছু আসে যায় বলো?

যদি মরে যাই

ভালোবাসা জেনো।

সার্বভূতের মতো

পিছে পিছে আঁঠার মতো

ঘুরে বেড়িয়ে তোমাকে যে ত্রসিত করে

তুমিও কি আমার দ্বিমেরু ভাবনায় তেমনই নও?

ভুলগুলোই একমাত্র সত্যি জীবন,
বাস্তবতা সব বানোয়াট।


দিব্যেন্দু দ্বীপ, সাহিত্যিক ও সাংবাদিক

Next Post

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে নির্মূল কমিটির শোক প্রকাশ

শোক বিবৃতি ঢাকা, ১৪ মে ২০২০ শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম উপদেষ্টা অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ (১৪ মে) এক শোকবার্তায় বলা হয়— ‘বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর সম্মিলিত সামরিক […]
Anisuzzaman