আহ্বান // দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0

নারী,
আয়।
আজ করি কিছু অন্যায়।
প্রতিধ্বনীতে হয় না কোনও ক্ষয়।

নারী,
আয়।
ভয় কী?
সবইতো থাকে অব্যয়।

নারী,
মাথায় একটা সাদা ছাতা দিয়ে আয়।
নারী,
একটা কালো মুখোশ পরে আয়।
নারী,
সবার অলক্ষ্যে অন্তরীপ হয়ে আয়।

Next Post

সাক্ষাৎকার : কাউন্সিলর প্রার্থী এস.এম. এনামুল হক আবীর

এস এম এনামুল হক আবীর ১৯৬৯ এর ১ জানুয়ারি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই মেধা ও মননের সাক্ষর রেখে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেন। ১৯৮৫ সালে কৃতিত্বের সাথে ১ম বিভাগে এস,এস,সি পরীক্ষায় উত্তীর্ণ হন। ঐতিহ্যবাহী ঢাকা কলেজে এইস.এস.সি-তে ভর্তি হয়ে স্বৈরাচার […]