Headlines

একটি ঘোর লাগা রাতের গল্প

deep thought

তোমাকে চাই চাই,
এজন্যই তো পালাই।

আমি যদি এক অত্যাচারী রাজা হতাম,
তাহলে কি তোমায় পেতাম?

আমি খুঁজে পেয়েছি আমার ঈশ্বর,
তবু তোমরা বলো নাস্তিক!

ঘোর লাগা সময়,
তোমাতে আমার কাঙ্ক্ষিত পরাজয়।

মরে যাব না,
কখনো মরে যাব না,
তোমাকে এভাবে মাঝে মাঝে দেখব যে।

জানি,

তবু কিছু বেদনা বাড়াই।

চাঁদ কি দিতে পারে সূর্যেরে আরো কিছু আলো?

পরাভৃতের প্রেমে

তোমার কি কিছু আসে যায় বলো?

যদি মরে যাই

ভালোবাসা জেনো।

সার্বভূতের মতো

পিছে পিছে আঁঠার মতো

ঘুরে বেড়িয়ে তোমাকে যে ত্রসিত করে

তুমিও কি আমার দ্বিমেরু ভাবনায় তেমনই নও?

ভুলগুলোই একমাত্র সত্যি জীবন,
বাস্তবতা সব বানোয়াট।


দিব্যেন্দু দ্বীপ, সাহিত্যিক ও সাংবাদিক