Headlines

কবি – সুমন কাজি

কবি


হতে পার তুমি একজন কবি
তবে লাগবে একটি ছবি,
ছবির মত একটা মন।
যে দেবে প্রেরণা, কত দুঃখ কত বেদনা
সব লিখবে তুমি গানে কত শত কবিতায়,
ঝরবে তোমার সুখ দঃখ বেদনা।
তবেই হবে কবি।
লোকে বলবে ধন্য হে মহান কবি।