“বেদ বিধির পর শাস্ত্র কানা” -লালন শাহ

follow-upnews
0 0

বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার।।

পণ্ডিত কানা অহংকারে
মাতবর কানা চোগলখোরে।
সাধু কানা অন বিচারে
আন্দাজে এক খুঁটি গেড়ে,
চেনে না সীমানা কার।।

এক কানা কয় আর এক কানারে
চল এবার ভবপারে।
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বারে বার।।

কানায় কানায় উলামিলা
বোবাতে খায় রসগোল্লা।
লালন তেমনি মদনা কানা
ঘুমের ঘোরে দেয় বাহার।।

 

Next Post

আমি বিহীন তোমার কেমন লাগে? // নীলা আক্তার

কে তাকাবে কাহার আগে, ঠোঁটের ভেতর ঠোঁট লুটোবে, কে ছুঁয়ে দেয় ঘুমের ভেতর আড়াল করে? কে এঁকে দেয় চিহ্ন সেসব বুকের ভেতর দস্যিপনায়, স্মৃতিরা সব হাতড়ে বেড়ায় এইসময়ে আমি বিহীন কেমন লাগে? রাত্রি দিনের সকল ভাগে, আমি বিহীন সবটা সকাল, কেমন লাগে? কেমন লাগে, কেমন লাগে, আমায় তোমার কেমন লাগে? […]