কষ্টটা ঠিক কীসের?
ক্ষুধা মিটে গেলেই
বোঝা যায়
কষ্টটা শুধু ক্ষিধের ছিল না।
তোমাকে পেলে বোঝা যায়
কষ্টটা শুধু তোমাকে পাওয়া
না পাওয়ার ছিল না।
মানুষের কষ্টটা তাহলে কীসের?
আকাশ পাতাল এক করে
জয়লাভের পরে
কত দিগ্বিজয়ী অবসাদে আক্রান্ত হলো!
রাজা সম্রাজ্য পাওয়ার পরে
বুঝেছিল কষ্টটা বরং বেড়ে গেল।
মানুষের কষ্টটা তাহলে কীসের?
জীবনটা একটা গোলাপ ফুলের মতো
যেন,
পাপড়ি সরিয়ে সরিয়ে দেখতে ইচ্ছে করে
ফুলটা ঠিক কোথায়!
ইচ্ছেগুলোও ঠিক তেমন,
পূরণ করে করে মানুষ খুঁজতে থাকে
জীবনটা ঠিক কোথায়।
পরতে পরতে পাপড়ি আছে,
গোলাপ নেই;
মেঘের পরে মেঘ জমে আছে,
আকাশ নেই;
জীবন নেই, জীবন বলে সত্যিই কিছুই নেই।