কষ্টটা অজ্ঞাত

follow-upnews
1 0

কষ্টটা ঠিক কীসের?

ক্ষুধা মিটে গেলেই

বোঝা যায়

কষ্টটা শুধু ক্ষিধের ছিল না।

তোমাকে পেলে বোঝা যায়

কষ্টটা শুধু তোমাকে পাওয়া

না পাওয়ার ছিল না।

মানুষের কষ্টটা তাহলে কীসের?

আকাশ পাতাল এক করে

জয়লাভের পরে

কত দিগ্বিজয়ী অবসাদে আক্রান্ত হলো!

রাজা সম্রাজ্য পাওয়ার পরে

বুঝেছিল কষ্টটা বরং বেড়ে গেল।

মানুষের কষ্টটা তাহলে কীসের?

জীবনটা একটা গোলাপ ফুলের মতো

যেন,

পাপড়ি সরিয়ে সরিয়ে দেখতে ইচ্ছে করে

ফুলটা ঠিক কোথায়!

ইচ্ছেগুলোও ঠিক তেমন,

পূরণ করে করে মানুষ খুঁজতে থাকে

জীবনটা ঠিক কোথায়।

পরতে পরতে পাপড়ি আছে,

গোলাপ নেই;

মেঘের পরে মেঘ জমে আছে,

আকাশ নেই;

জীবন নেই, জীবন বলে সত্যিই কিছুই নেই।

Next Post

শেখ তন্ময়ের মানবিক উদ্যোগ: ‘এই নাম্বারে ফোন করি, ডাক্তার যাবে রোগীর বাড়ি’

করোনা ভাইরাস এবং জীবনের চলমান গতি বিধিনিষেধে ক্ষতিগ্রস্থ হওয়ায় করোনা সহ বিভিন্ন রোগের রোগীদের ভোগান্তি কমাতে বাগেরহাটে নেওয়া হয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। ফোন করলেই রোগীর বাড়ী পৌঁছে যাবে চিকিৎসক।  ‘এই নাম্বারে ফোন করি, ডাক্তার যাবে রোগীর বাড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের উদ্যোগে চালু হয়েছে বাড়ী […]
শেখ তন্ময়