Headlines

কে যাবে, তার সাথে? -বিন্দু রিয়া

আজ দিবাগত রাতে
কে যাবে, তার সাথে?
কেউনা, সে একা।
জনতা আওয়াজ তুলবে
বদর মীর কাসিম ও ঝুলবে।
এ সব কথার ঢেউ না, মিলবে
যম দূতের আজ দেখা।
গ্লানি একটু মুছবে..
স্বাধীন বাংলা ও বুঝবে
যে, এখনো বিচার হয়।
সে কল্প কথা নয়।

জয় বাংলা।
বাংলার জয়….
ববি অস্তরাগ।